ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।সম্প্রতি তাঁর জেলজীবন নিয়ে হয়তোবা অনেকেই শুনেছেন। ফ্যা’সি’স্ট হাসিনার দুঃশাসনকালে উনার ৫ টা ঈদ ই কেটেছিল জেলের ভেতর। এমনকী বাচ্চা সন্তানকেও দেখতে হয়েছিল এভাবে কারাগারের গ্রীলের ওপাশ থেকে।
রিমান্ডে ৬৭ দিনের নি’র্যা’ত’ন, জামিন হওয়ার পরও জেলে আটকে রাখা, জেল গেট থেকে নিয়ে ক্র’স’ফা’য়া’র দেওয়ার চেষ্টাসহ ১৫ বছর দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে এই মানুষটাকে। হাসিনার বাহিনী তার গ’র্ভ’ব’তী স্ত্রীকে আটক করে নি’র্যাত”ন করায় জন্মের পরপরই তাঁর সন্তানের মৃ’ত্যু হয়।