“এসে দেখি মানুষ আর মানুষ। ঈদের ছুটিতে পতেঙ্গায় এমন ভিড় থাকলেই ভালো লাগে।”
বাঁধের পাথরের ব্লকে দাঁড়িয়ে সৈকতে তাকালে হাজারো মানুষের মিলন মেলাই চোখে পড়ে সবার আগে।
এত মানুষের আনন্দে সঙ্গ দিতে সাগরও বেশ শান্ত; উত্তাল ঢেউয়ের দেখা নেই; তাতে দর্শনার্থীরাও অখুশি নন।
বর্ণিল পোশাকে ঈদের ছুটি কাটাতে নগরী ও জেলার নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হন পতেঙ্গা সৈকতে।
কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে; কারো সঙ্গী হয়েছেন বন্ধুরা।
রোববার ঈদের দ্বিতীয় দিন বিকালে পতেঙ্গা সৈকত পরিণত হয় জনারণ্যে। ঢেউয়ের দাপট না থাকায় অনেকেই নেমে পড়েন সৈকতে।
কেউ ঘোড়ায় চড়েন, কেউ ওঠেন স্পিডবোটে। সৈকতের অল্প পানিতে দাঁড়িয়ে পানি ছিটিয়ে খেলছিল শিশু-কিশোরদের কেউ কেউ।